খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

কুয়েট পরিদর্শনে বিআইটি খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) প্রফেসর এম এ হান্নানের নামে নামকরণকৃত ডরমেটরী ভবন এবং নির্মানাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিআইটি খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান। এসময় তাঁর সঙ্গে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর এম এ হান্নান ১৯৮৫ সালে তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে উক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাতে রূপান্তরিত হলে তিনি প্রথম ডাইরেক্টর হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০১-২০০২ মেয়াদে আইইবি’র সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর হিসেবে ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন এবং উপদেষ্টা হিসেবে আর ৩ বছর দায়িত্ব পালন করেন।