খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মাগুরা প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবির হাসান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।   বুধবার সকালে উপজেলার কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া জাবির হাসান একই উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান। কাজলী গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বাবা-মায়ের সঙ্গে কাজলী গ্রামে নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে জাবির হাসান। জাবিরের বাবা তিনদিন আগে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করতে চলে আসেন। বুধবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। বেশ কিছু সময় বাড়িতে হাসানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে নিথর ও ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।