খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে হবে : পুলিশ সুপার

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় থানা পুলিশের আয়োজনে সকল শ্রেণি পেশার মানুষের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।
তিনি তার বক্তব্যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে হবে এমনটি উলে­খ করে বলেন আইনের পাশাপাশি সামাজিক অবক্ষয় দূর করতে হবে। মাদক, অনলাইন জুয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও মামলা নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধে আমাদের ভূমিকা কঠোর থাকবে। থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ আনিসুজ্জামান ও বি-সার্কেল খায়রুল আনাম বিপিএম। থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, আশিষ কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা রমেন রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মেহেদী হাসান, নাগরিক নেতা মামুন আল রশিদ, ব্যবসায়ী শেখ রেজোয়ান হোসেন, ইমাম আছাবুর রহমান, মহিলা নেত্রী জাহানারা ইসলাম, শফিকুল জোয়ার্দার, শেখ এনায়েত হোসেন, মুজতবা কামাল, আজমল হুদা মিঠু, মোল­া মনিরুল ইসলাম, বায়েজিদ হোসেন প্রমুখ।