খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনায় জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশীপে পুরস্কার বিতরণী

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪৯ পি.এম | ৩১ জানুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৫ (জেলা পর্যায়) শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগ উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব সাহারা বানু। জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন সহকারী কমিশনার মহেশ্বর মন্ডল, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ বেলাল হোসেন, কাবাডি প্রশিক্ষক মোঃ আব্দুল­াহ, মোঃ কিশোর বকশি, মোঃ এনামুল হকসহ খুলনা জেলার সাবেক খেলোয়াড় ও প্রশিক্ষকবৃন্দ। 
জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশীপে খুলনা জেলার ৯ উপজেলার বালক ও বাকিলা দলের খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। খানজাহান আলী থানা বালক ও বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং খালিশপুর বালিকা ও দিঘলিয়া বালক কাবাডি দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়ন হচ্ছে এ চ্যাম্পিয়নশীপ।