খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুবি’তে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা

ছাত্রদের বিভাগে এসডব্লিউই ও ছাত্রীদের বিভাগে ইএস ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৫ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৫ এর ফাইনাল খেলা রোববার উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিন সরাসরি ২-০ সেটে ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইএস ডিসিপ্লিনের অঞ্জলি।  
অপর দিকে বিকেলে মিনিটে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিন সরাসরি ২-০ সেটে বাংলা ডিসিপ্লিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এসডব্লিউই ডিসিপ্লিনের সুমন সরকার ।
এছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ খেলে বেস্ট প্লেয়ার নির্বাচিত হন ছেলেদের বিভাগে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মোসাদ্দেক আল মামুন এবং মেয়েদের বিভাগে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের নুসরাত জাহান জুহি।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণ করাই সবচেয়ে বড় কৃতিত্বের ব্যাপার। খেলায় হার-জিত থাকবে, এটাকে মেনে নিয়ে খেলায় অংশ নিতে হবে। তিনি ভলিবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে অন্যান্য ক্রীড়া ইভেন্টও সুষ্ঠুভাবে সম্পন্নে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।