খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

যশোরে ধানক্ষেত থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৬ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


যশোরের মণিরামপুর উপজেলায় সড়কের পাশে একটি ধানখেত থেকে স্থানীয় এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ছিলেন। শনিবার রাতে মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাঠায়। রোববার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আব্দুর রশিদের লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের ফোন করে। তাকে খুন করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, রাজগঞ্জ হয়ে কেশবপুর-পুলেরহাট সড়কের সংস্কার কাজ চলছে। রাজগঞ্জ এলাকার একটি মাঠে এর নির্মাণ সামগ্রী রাখা হয়। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন।
ওসি আরও বলেন, শনিবার বিকেলে আবদুর রশিদ মোটরসাইকেলে করে কেশবপুরের বাসায় ফিরছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।