খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

কুষ্টিয়ায় দিন-দুপুরে পাউবোর সীমানা প্রাচীর ঘেঁষে গুলিবর্ষণ, আতঙ্কিত কর্মকর্তারা

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার বেলা দেড়টার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা জব্দ করেছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলের আশপাশে কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাউবোর কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে কুষ্টিয়ার পাউবো চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। বেলা দেড়টার সময় পাউবোর কর্মকর্তা-কর্মচারীরাসহ অনুষ্ঠানে আসা অধিকাংশ ব্যক্তি চত্বরের মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় হঠাৎ দু’বার বিকট শব্দ শোনা যায়।
পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন থেকে মাত্র ২০ ফুট দূরে সীমানা প্রাচীর। প্রাচীর-সংলগ্ন শহরের জিকে এলাকার সড়ক। কার্যালয়ের সামনে দায়িত্বরত আনসার সদস্য মামুন খন্দকার সংবাদ মাধ্যমকে বলেন, তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে সীমানা প্রাচীর দিয়ে উঁকি দিলেও কাউকে দেখতে পাননি। সেখানে দৌড়ে কয়েকটা শিশু আসে। তারা পড়ে থাকা একটি গুলির খোসা হাতে নিয়ে পাউবোর ভেতরে ফেলে দেয়। গুলির শব্দ শুনে পাউবোর চত্বরে থাকা সবাই ছুটে আসেন।
সরেজমিনে দেখা যায়, পাউবো চত্বরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবার সঙ্গে কথা বলছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি।
পাউবোর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এ রকম ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার সময় তিনি কার্যালয়ে নামাজ পড়ছিলেন। তিনিও দু’টি শব্দ শুনেছেন। কেন কী কারণে হয়েছে, তা ধারণা করতে পারছেন না। স¤প্রতি পাউবোয় কোনো দরপত্র আহŸান বা ওপেনের কোনো বিষয় নেই। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, পুলিশের একাধিক দল কাজ করছে। পাউবোর সীমানার বাইরে ঘটনা। প্রত্যক্ষদর্শী এক শিশুর সঙ্গে কথা হয়েছে। কিছু ধারণা পাওয়া গেছে। গুলি করার পর দু’জন ব্যক্তি বালুর ভেতর দিয়ে গড়াই নদে নৌকাযোগে চলে গেছে বলে জানা যায়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।