খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

যশোর সীমান্তে মালিক বিহীন ২৩ লাখ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


যশোর ৪৯ বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার ও বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার বিকেলে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মাদক ও অন্যান্য পণ্য আটক করা হয়।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী জানান নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বর্নি, ধান্যখোলা, কাশিপুর আমড়াখালী এবং বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, কম্বল, শাড়ি, থ্রী-পিস, চকলেট, ফুচকা, কিসমিস, তৈরি পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদক দ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।