খুলনা | সোমবার | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১ মাঘ ১৪৩১

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যুর ১৩ বছর পর একই ভাবে ছেলের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


অভয়নগর উপজেলায় সুন্দলী ইউনিয়নে হরিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২১) নামে এক যুবক মারা গেছে। পিতা উজ্জ্বল সরকার ১৩ বছর আগে একই ভাবে বিদ্যুৎস্পৃষ্টে  মারা যায় বলে জানা গেছে। 
জানা গেছে পিতার মৃত্যুর পর মা অন্য জায়গায় সংসার শুরু করে। পরিবারে তার নিজের বলতে এক মাত্র বৃদ্ধ দাদিমা আছেন। সেই ছোট বেলা থেকে নিজেই নিজের মত করে বড় হয়েছে সুজল সরকার। ২০২৩ সালে সে এসএসসি পাস করে। রোববার দুপুর ১২টার দিকে সুজল বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে বিদ্যুতের সংযোগ স্থাপন করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় বলে জানায় তার ভাই কলে­াল সরকার। ১৩ বছর আগে একই ভাবে তার পিতার মৃত্যু হয়।