খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

বিনা খরচে হজে যাওয়ার নিবন্ধনের নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ০৩ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা জেলা প্রশাসন ও ধর্ম মন্ত্রনালয়ের পরিচয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মোবাইলে ফোন দিয়ে বিনাখরচে হজে যাওয়ার জন্য নিবন্ধন করতে বলা হচ্ছে।  
আগ্রহী শিক্ষকদের ধর্ম মন্ত্রণালয়ের হজ নিবন্ধন অফিসের মোবাইল নম্বর দিয়ে এম এ হায়দার আলী নামের কর্মকর্তার সাথে কথা বলতে বলা হয়। ওই নম্বরে ফোন দিলে তিনি দুপুর দেড়টার মধ্যে চার কপি ছবি, দুই কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ব্যাংক এ্যাকাউন্ট নম্বর নিয়ে ডিসি অফিসে যোগাযোগ করতে বলা হয়। সেখানে হজে যাওয়ার জন্য তাদের এ্যাকাউন্টে দুই লাখ ৬০ হাজার টাকা করে দেয়া হবে। তবে বিনা খরচে হজে যেতে চাইলে নিবন্ধন ফি বাবদ আগে সাড়ে ৭ হাজার টাকা নির্দিষ্ট বিকাশ নম্বরে দিতে হবে। 
গতকাল রবিবার নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সোনাডাঙ্গা ক্লাস্টারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফোন করে বিনা খরচে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফি বাবদ দ্রুত সাড়ে ৭ হাজার টাকা পাঠাতে বলা হয়।
নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস জানান, ‘০১৮৮৬৪২৮৬৩০ নম্বর থেকে ফোন দিয়ে ডিসি স্যার কথা বলবেন বলে জানানো হয়। পরে ডিসি পরিচয়ে এক ব্যক্তি জানান-আপনার স্কুলের যে কোন একজন শিক্ষককে বিনা খরচে হজে যাওয়ার জন্য মনোনীত করা হয়েছে। তিনি ০১৮৮৬৯৩০৫৭৮ নম্বরে ধর্ম মন্ত্রণালয়ে হজ নিববন্ধন অফিসের এম এ হায়দার আলীর সাথে কথা বলতে বলেন। আমি ওই নম্বরে ফোন দিলে তিনি আমাকে ডিসি অফিস থেকে হজে যাওয়ার টাকা সংগ্রহ করতে বলেন। তার আগে নিবন্ধনের জন্য সাড়ে সাত হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। পরে ডিসি অফিসে যোগাযোগ করলে তারা বিষয়টি প্রতারণা বলে নিশ্চিত করেন।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী কুন্ডু জানান, ডিসি অফিস থেকে বিনা খরচে হজে পাঠানোর কথা বলে কাউকে ফোন দেয়া হয়নি। এটা একটা প্রতারণা। এর সাথে জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। একই সাথে প্রতারণার ফাঁদে পা নিতে সকলকে সতর্ক করা হচ্ছে।