খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২২ মাঘ ১৪৩১

অশোক সাহার মৃত্যু, শীতলাবাড়ী কার্যকরী সংসদের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৫


শ্রীশ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের সদস্য অশোক কুমার সাহা (৭২) গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় দেহত্যাগ করেন। গত শুক্রবার রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। 
অশোক কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রীশ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের সভাপতি সুজিত কুমার সাহা, সহ-সভাপতি অরবিন্দ সাহা, অমর দাস, এড. পঙ্কজ সাহা, দীনেশ চন্দ্র দাস, প্রকৌশলী অশোক দাস, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, বিপ্লব কুমার দাস, অভিজিৎ কুমার দাস, উৎপল দত্ত মনা, উৎপল বণিক টুটুল, পার্থ প্রতিম পাল, সন্তোষ দাস, তপন ঘোষ, বাবুল চন্দ্র সাহা বাবলা, উত্তম সাহা, কালীপদ সাহা, কাঞ্চন বোস, বিদ্যুৎ দাস, চম্পক দাস, অপূর্ব দত্ত নেকু, গৌতম সাহা, প্রকৌশলী কৃষ্ণপদ দাস, সঞ্জু কর্মকার, প্রদীপ সেন, উত্তম বণিক, তাপস সাহা, রিপন সরকার, পিনাকি প্রসাদ সেন, বিভূতি ভূষণ সাহা, প্রবীর সাহা, বিপ্লব পোদ্দার, বাবলু সাহা, ননী গোপাল কুন্ডু, উজ্জ্বল ঘোষ, সাগর মজুমদার, সৌরভ দাস, কিশোর দাস ও নিত্যানন্দ সাহা নিতাই প্রমুখ।