খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২২ মাঘ ১৪৩১

কুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় উদ্যোগ গ্রহণে কেসিসি নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৫


কুকুরের উপদ্রব থেকে মহানগরীর অধিবাসীদেরকে রক্ষা করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের নিকট স্মারকলিপি দিয়েছেন খুলনার সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। 
গতকাল সোমবার  দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে খুলনা মহানগরীতে কুকুরের উপদ্রব বেড়ে চলেছে। এতে করে খুলনা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া এবং বাসায় ফিরে আসার সময় কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। প্রায় প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পথচারী সকলেই আক্রমণের শিকার হচ্ছে। খুব সকাল থেকেই এ সকল কুকুর প্রাইভেট, কোচিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কুকুরের উৎপাতে শিশু শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত থাকতে হয়। এজন্য অভিভাকদের শিশু শিক্ষার্থীদের পাহারা দিতে হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, শুধু দিনের বেলায় নয়, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যারা প্রাত্যহিক কাজে রাস্তায় চলাচল করেন তারা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। ডায়াবেটিস, ঘা, ক্ষতসহ বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য রোগী জীবন মরণ সমস্যায় ভুগছেন। এর করুণ পরিণতি আমাদের অজানা নয়। কুকুরের এরূপ ভয়াবহতার দরুন সাধারণ পথচারীদের মধ্যে ভীষণ ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা মনে করি, কুকুরের কুকুরের প্রজনন ক্ষমতা বন্ধে কার্যকর উদ্যোগ, সংরক্ষণের ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া জরুরি। এহেন অবস্থা থেকে নগরবাসীর পরিত্রাণ পাওয়ার জন্য খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।  স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নাগরিক নেতা ডা মোঃ নাসির উদ্দিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শহর সম্পাদক সাইদুর রহমান বাবু, যুবনেতা শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর।