খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২২ মাঘ ১৪৩১

মাদক মামলায় বারান্দীপাড়ার মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:০৭ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৫


মাদকের মামলায় যশোর শহরের চিহ্নিত মাদক কারবারী নজরুল ইসলাম নজুর পাঁচ বছেরর সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নজু বারান্দীপাড়ার আবু সাইদ মিস্ত্রির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুন দুপুরে কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে বারান্দীপাড়া আইডিয়াল স্কুলের সামনে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে। তাৎক্ষণিক থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে নজুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই খালেদুর রহমান নজুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত করে এসআই সাইজুল ইসলাম নজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।  
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নজুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।