খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২২ মাঘ ১৪৩১

ডুমুরিয়ায় বিএনপি নেতাকে আ’লীগ সভাপতির মারপিট, এলাকায় বিক্ষোভ

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১২ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদককে বেধড়ক পিটিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা ও তার বাহিনী। গতকাল সোমবার মাগুরখালী ইউনিয়নের পূর্ব পাতিবুনিয়া চেয়ারম্যানের পুরাতন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
জিডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় পূর্ব পাতিবুনিয়া এলাকার নিহার রঞ্জন বালার ছেলে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামিনী রঞ্জন বালার সাথে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্র“তা চলে আসছে। তারই জের ধরে সকালে বিএনপি নেতা জামিনী রঞ্জন বালাকে একা পেয়ে দলের নাম উলে­খ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে চেয়ারম্যান ও তার সাথে থাকা বাহিনী। এর কারণ জানতে চাওয়ার এক পর্যায়ে তার উপর হামলা চালানো হয়। এ সময় বাহিনীর শংকর সানা, অমর কৃষ্ণ সানা, মৃদুল সানাসহ অনেকের বেপরোয়া পিটুনিতে জামিনী বালা আহত হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অরুণ গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলাদিপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শফিকুল ইসলাম, ঠাকুরদাস মন্ডল, মিন্টু রহমান, প্রিতিষ মন্ডল, জাকির হোসেন, সমিরন কুমার, অচিন্ত্য মন্ডল, বাসারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।