খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুবি’র ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে সমকালীন শিল্পকলা সম্পর্র্কে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার লক্ষ্যে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত এ আর্টিস্ট টক এ প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী। 
তিনি তার নিজ শিল্পকর্ম ও সমকালীন শিল্পকলায় তার অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা চিত্রকলা ও চিত্রভাবনা সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবে এবং নিজেদের চিত্র রচনা ও শিল্পজ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকত ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনিবার্ণ মলি­ক, প্রভাষক মনীষা সাহা। আর্টিস্ট টক এ ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।