খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩০ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
আহত সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।
সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, স¤প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ওই জমিতে  দখলে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।  
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ছুরির আঘাতগুলো চোখের ভিতরে বিদ্ধ হয়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।