খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

মহানগর সিপিবি’র সম্পাদক মণ্ডলীর জরুরি সভা

যানজট নিরসনে জরুরি ভিত্তিতে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ সম্পন্নের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০৫ ফেব্রুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খুলনা মহানগর সম্পাদকমণ্ডলী এক জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, রঙ্গলাল মৃধা, মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ নেতৃবৃন্দ। 
সভায় বিগত দিনের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সাংগঠনিক আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, গল্লামারী ময়ূর নদের উপর নির্মিতব্য ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে বর্তমানে স্থগিত হয়ে আছে। বক্তারা অতি জরুরি ভিত্তিতে গল্লামারী ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। 
বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত হওয়ায় মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল তা এখন ফিঁকে হতে শুরু হয়েছে। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না করে ভ্যাটকর বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেন। বক্তারা আইন-শৃঙ্খলার উন্নতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা প্রবর্তন, কৃষি ঋণ প্রদান ও কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ক্রয়, বন্ধকৃত মিল-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি করা, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কারপূর্বক দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।