খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

৩২ নম্বরের পুরো ভবনে জ্বলছে আগুন, অপেক্ষায় বুলডোজার

খবর প্রতিবেদন |
১২:১২ এ.এম | ০৬ ফেব্রুয়ারী ২০২৫


ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পুরো ভবনে আগুন জ্বলছে। প্রথমে ছাত্রজনতা বাড়িটির উপর তলায় আগুন দিলেও পরে নিচ তলায়ও আগুন দেয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। একই সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বুলডোজার।

দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। বাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য এরই মধ্যে বুলডোজার আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়।

রাত ১০টা ১৫ মিনিটের দিকে, প্রধান ভবনের পূর্ব পাশে আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং বাড়িটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতিবাদকারীরা বাড়ির সীমানা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছিল। অনেকেই হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙছিল এবং বাড়ির অংশবিশেষ নষ্ট করছিল।

এর আগে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে, শেখ মুজিবের বাসভবনের তৃতীয় তলায় আগুন ধরানো হয়। ভবনটি আগে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাত ১১টা নাগাদ তা আরও বাড়তে থাকে।

ওই সময়, ঘটনাস্থলে একটি বড় ক্রেন আনা হয়, যা ভবনটি ভেঙে ফেলতে ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পাশের একটি ভবনেও আগুন জ্বলতে দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

একটি পোস্টে বলা হয়, ধানমন্ডি-৩২ অভিমুখে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।

আরেক পোস্টে বলা হয়, খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ।