খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

কুয়েটে দুইদিন ব্যাপী প্ল্যানেশন ৩.০ ন্যাশনাল ফেস্টের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ০৭ ফেব্রুয়ারী ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, এবং প্রযুক্তিগত উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে কুয়েট আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের এর আয়োজনে তৃতীয়বারের মতো দুইদিন ব্যাপী প্ল্যানেশন ৩.০ ন্যাশনাল ফেস্টের উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো ‘স্মার্ট প্লানিং স্মার্টার লিভিং’।  
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ, উপ-পরিচালক (ছাত্র কল্যাণ) সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স প্রফেসর ড. আদিল মোহাম্মদ খান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মনজুর মোর্শেদ। কুয়েট সহ দেশের ১৭টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০টির বেশি কলেজ শিক্ষার্থীরা এই ফেস্টে অংশগ্রহণ করেছে। দুইদিন ব্যাপী প্ল্যানেশন ৩.০ ন্যাশনাল ফেস্টে ৯টি ইভেন্টে শিক্ষার্থীরা কেস কম্পিটিশন, জিআইএস কম্পিটিশন, ডকুমেন্টারি কম্পিটিশন, ক্যাড কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট, টেকনিক্যাল রাইটিং কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট ও এনভায়রনমেন্টাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।