খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

সাতক্ষীরায় মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দ

দলীয় কোন্দল নিরসন করে একটি সুন্দর গ্রহণযোগ্য জেলা কমিটি উপহার দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২১ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৫


সাতক্ষীরা জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আমতলা মোড়স্থ জেলা আহবায়কের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক রহমতল­াহ পলাশ, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, যুগ্ম-আহŸায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহŸায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহŸায়ক আখতারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতি। এ সময় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
জেলা বিএনপি’র আহবায়ক রহমতল­াহ পলাশ বলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন দলের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও। অত্যন্ত হতাশার মধ্য দিয়ে চলার এক পর্যায় সাতক্ষীরা জেলায় তারুণ্য নির্ভর ছয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি দিয়েছেন তিনি। যার অভিভাবক হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। এই আহবায়ক কমিটি দলীয় কোন্দল নিরসন করে একটি সুন্দর গ্রহণযোগ্য জেলা কমিটি উপহার দেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। 
সেই লক্ষ্যে আমরা সারা জেলাকে চারটি ইউনিটে ভাগ করেছি। সাতক্ষীরায়-১ আসন (তালা-কলারোয়াকে নিয়ে গঠন করা হয়েছে এক ইউনিট। যার দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম-আহŸায়ক আবুল হাসান হাদীকে। সাতক্ষীরা-২ আসন (সদর উপজেলা) এর দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম-আহŸায়ক ড. মনিরুজ্জামানকে, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবাহাটা ও কালীগঞ্জের একাংশ নিয়ে গঠিত) দ্বিতীয় ইউনিটের দায়িত্বে রয়েছেন যুগ্ম-আহŸায়ক আখতারুল ইসলাম এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও  কালীগঞ্জের আংশিক) নিয়ে গঠিত চতুর্থ ইউনিটের দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতিকে।
রহমতল­াহ পলাশ আরো বলেন, চারটি ইউনিটের গঠিত এই কমিটি জেলার প্রতিটি ওয়ার্ডে একটি সার্চ কমিটি গঠন করবে। এই সার্চ কমিটি ৪৬ বছর ধরে যে সমস্ত ত্যাগী নেতা’কর্মী বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং গত ১৭ বছর আন্দোলন সংগ্রামকালে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে খুঁজে বের করে বিএনপি’র সদস্য পদ দিবে। তাদেরকে নিয়ে প্রথমে একটি ওয়ার্ড কমিটি গঠন করবে। সেই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি উপজেলা এবং উপজেলা কমিটি জেলা কমিটি নির্বাচিত করবে। আগে কমিটি হতে উপর থেকে নিচে এখন থেকে কমিটি হবে নিচে থেকে উপরে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।