খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

ডুমুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেই বান্টি আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৫


ডুমুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম বান্টি (৩০) কে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। সে ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 
পুলিশ জানায় দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম বান্টিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বান্টির বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনেক জোর-জুলুম ও প্রভাব বিস্তারের বিপুল অভিযোগ রয়েছে। বিগত ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের পর নির্বাচিত ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিমকে তার অফিসের নেমপ্লেট খুলে তাকে বিতাড়িত করার অভিযোগ ছিলো ওই বান্টির বিরুদ্ধে। সাবেক যুবদল নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম জানান ২০১৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি শপথের পর উপজেলা পরিষদের পুরাতন ভবনে দ্বিতলায় ৮ মাস অফিস করেন। এরপর ছাত্রলীগের ওই বান্টি প্রভাব খাটিয়ে ভাইস চেয়ারম্যানের অফিসের নেমপ্লেট উঠিয়ে আমাকে বিতাড়িত করে। পরবর্তিতে বান্টির মনোনিত মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমাকে সেই অফিসে বসিয়ে দেয়।