খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

২০তম শাহাদাৎবার্ষিকী পালিত

সাংবাদিক শেখ বেলাল হত্যা মামলার পুনঃতদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ১২ ফেব্রুয়ারী ২০২৫


বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।  
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময় করা হয়। এসব কর্মসূচিতে ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য মোঃ এরশাদ আলী, নাজমুল হক পাপ্পু, সামছুল আলম খোকন, মোঃ আমিরুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, কামরুল হোসেন মনি, দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক এড. জাকিরুল ইসলাম, শহীদের ছোট ভাই যথাক্রমে শেখ বোরহান উদ্দিন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা ও শেখ কুতুব উদ্দিন রব্বানী, দৈনিক অনির্বাণের বিশেষ প্রতিনিধি এস এ মুকুল, ফটো সাংবাদিক এম এ সাদি, মোমতাজুর রহমান, শেখ ইকবাল হোসেন, কাজী বদরুদ্দোজা আল মামুন, শেখ আবুল কাশেম, শেখ তোরাব হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান। 
অপর দিকে খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও সদস্য আশরাফুল ইসলাম নূর। 
স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। সভায় বক্তারা শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ রাশিদুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মুহাম্মদ নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, মোঃ এরশাদ আলী, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, কাজী শামীম আহমেদ, মোহাম্মদ মিলন, শেখ লিয়াকত হোসেন, মাহফুজুল আলম সুমন, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য মেহেদী মাসুদ খান, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম মাওলানা মোঃ ইউসুফ হাবিব।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণ সভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 
উলে­খ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারি শাহাদাৎ বরণ করেন।