খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৩ পি.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৫


তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অখুলনার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেমের জিমনেমে অনুষ্ঠত হলো ব্যাডন্টন প্রতিযোও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 
শনিবার অনুষ্ঠানে প্রধান অথ থেকে পুরস্কার বিতরণ করেন অক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপ¡ করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। 
অনুষ্ঠানে উপস্থত ছিলেন, খুলনা পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোর্তবা, নৌবাস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জি এম আব্দুল­াহ, সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক কবিরুল ইসলাম, নেখি এ্যাংকরেজ স্কুলের সহকারী শিক্ষক আরমান হোসেন মিলন, ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সদস্য কাজী নূর মোহাম্মদ। 
বাএকক খেলায় চ্যাম্পয়ন পাইওবাবিদ্যালয় হয় এবং রানার আপ হয় নেভি এ্যাংকরেজ স্কুল। বাা দ্বৈত খেলায় চ্যাম্পয়ন হয় করনেশন মাধ্যমিক বাবিদ্যালয় এবং রানার আপ হয় নেএ্যাংকরেজ স্কুল। বালক একক খুলনা কলেয়েট স্কুল, রানারআপ কেখানজাহান আলী স্কুল। বালক দ্বৈত চ্যাম্পয়ন হয় খুলনা পাবকলেজ ও রানারআপ হয় নৌবাস্কুল এন্ড কলেজ। এছাড়াও উন্মুক্ত বিভাগে বালক (একক) চ্যাম্পিয়ন শুভ, রানারআপ খসরু। বালক (দ্বৈত) খসরু ও মাহফুজ জুটি চ্যাম্পিয়ন এবং শুভ ও রাফসান জুটি রানারআপ হয়।