খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৪ পি.এম | ১৫ ফেব্রুয়ারী ২০২৫


মাদ্রাসা বোর্ডে সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষা এবং বিশ্ব হিফয প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা খুলনা শাখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় নগরীর গল­ামারীস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মুহাম্মাদ হুমায়ুন কবির।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ এমএম রবিউল ইসলামের সভাপতিত্বে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা খুলনা শাখার এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল­াহ আল কাফীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রিন্সিপাল ইনচার্জ আব্দুল মমিন।
এসময় খুলনা জোনাল ইনচার্জ আ খ ম মাসুম বিল­াহ, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা খুলনা শাখার পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল­াহ আল ফারুক, গার্লস হিফয শাখা প্রধান হাফেয মোঃ সাইফুল­াহ, প্রি-হিফয শাখা প্রধান হাফেয ইমরান খালিদ, প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ নুরুজ্জামান, আমীনুল হিফয হাফেয ফুরকান হোসাইন, সহকারী আমীনুল হিফয হাফেয ইমদাদুল­াহ, এ্যাসিস্ট্যান্ট নাযিম ই তালিমাত মোঃ নুরুল ইসলামসহ অন্যান্য উস্তাদ ও শিক্ষকমন্ডলী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজসেবক, ডাক্তার, ব্যাংকার, ব্যবসায়ী, প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।