খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

মোল্লাহাট উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৫


বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রতিযোগিতা রোববার দিনব্যাপী গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও শেখ মুজিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ খান, ললন কুমার মন্ডল, রতœা দেবনাথ, দিপঙ্কর বালা ও সমীরোন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম মিয়া, যুবদলের আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহবায়ক মোল্লা মাসুদ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক প্রমুখ। প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাসের সার্বিক তত্ত¡াবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
এ সময় অতিথিবৃন্দ বলেন, শিশুদের শারীরিক ও মানুসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষক ও অভিভাবকরা যতœশীল হলে আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর জন্য অপার সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।