খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে খুলনার জয়

ক্রীড়া প্রতিবেদক |
১১:৫৫ পি.এম | ১৬ ফেব্রুয়ারী ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা জেলা দল জয় পেয়েছে। রোববার (১৬ ফেব্র“য়ারি) চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে খুলনা জেলা দল ৪৩ রানে নড়াইল জেলা দলকে পরাজিত করে। 
খুলনা জেলা দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে। দলের পক্ষে সৈয়দ রাহিমুল ৫১ রান ও ইসমাইল হাসান পলক অপরাজিত ৪০ রান করে। নড়াইল জেলার রুপম বিশ্বাস ২২ রানে ৩ উইকেট লাভ করে। জবাবে নড়াইল জেলা দল ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায়। দলের পক্ষে শাহরিয়ার বারি সর্বোচ্চ ৪৯ রান করে। খুলনা জেলার ওমর ফারুক ১৪ রানে ৩ ফারহান ইফাজ ইফতি ১৪ রানে ৩ উইকেট লাভ করে।