খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

যশোরে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


যশোরে পুলিশের যৌথ বাহিনীর “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে কোতোয়ালী মডেল থানা, কেশবপুর, বেনাপোল পোর্ট থানা, ঝিকরগাছা, অভয়নগর, মণিরামপুর ও বাঘারপাড়া থানা থেকে একজন করে মোট সাতজনকে আটক করা হয়েছে। 
আটককৃতরা হলেন যশোর সদর উপজেলা হাশিমপুর এলাকার হাজী আব্দুল মতলেব তরফদারের ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (৬২), অভয়নগর থানার নাউলী গ্রামের মৃত ইউসুফ কাজীর ছেলে কাজী মিজানুর রহমান, ঝিকরগাছা থানার মনোহরপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মোহাম্মদ লাল্টু মিয়া (৩৮), মণিরামপুর থানার পুলিশ আটক করেছে শহরের বকচরের মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুদ রানা মিলন (৪০), বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের আঃ মান্নানের ছেলে মাসুদ রানা (২৫), কেশবপুর থানার আমিনপুর (শ্যামকুড় ইউপি) গ্রামের মৃত আলেক সরদারের ছেলে আব্দুল হালিম (৪৫), বাঘারপাড়া থানার রোস্তমপুরের মৃত গোলাম মোল­ার ছেলে ইনতাজ মোল্যা (৫০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটককৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।