খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা

খুমেক হাসপাতালে ওষুধ পাচার কমিশন বাণিজ্যর শাস্তির দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৭ ফেব্রুয়ারী ২০২৫


খুমেক হাসপাতালের কতিপয় কর্মকর্তা কর্মচারি, কমিশন বাণিজ্য, ওষুধ পাচার, ভুয়া প্যাথলজি, রুগি বানিজ্য, রুগি ও তার স্বজনদের সাথে দুর্ব্যবহার করার প্রতিবাদে রোববার বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয় সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টোর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন, যে বা যারা সরকারি ওষুধ পাচার, দুর্নীতি, কমিশন বাণিজ্যে জড়িত, রোগী ভাগিয়ে ডাক্তারদের নিজস্ব ক্লিনিকে ভর্তি, ল্যাব টেকনিশিয়ান সেলিমুজ্জামানসহ, খুমেক হাসপাতালের নিচতলার ১৩০ রুমে এআরটি সেন্টারের ল্যাবে সিনডিড ডায়াগনস্টিক এন্ড রিসার্স সেন্টার নামে প্যাথলজি ব্যক্তিগত ভাবে গড়ে তুলে ল্যাপটপ ব্যবহার করে, মেয়াদ উত্তীর্ণ, মানহীন রি-এজেন্ট মাধ্যমে প্যাথলজির ভুয়া রিপোর্ট দিয়ে, রুগিদের সাথে প্রতারণা করে রমরমা ব্যবসা কররেছ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আয়া, বুয়া বকসিশের নামে জুলুম করছে। যে সকল কর্মচারী সেবা না দিয়ে উল্টো রুগি ও তার স্বজনদের সাথে দুর্ব্যবহার করছেন তাদের একজন হাসপাতালের ১৩নং রুমের কর্মচারি মশিউর গং। রোগী ও তার স্বজনদের সাথে চরম দুর্ব্যবহার করায় ঐ কর্মচারির ও শাস্তির দাবি জানিয়ে বলেন, খুমেক হাসপাতালকে যারা গত ১৫ বছরে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, আঃ মান্নান মুন্নাফ, মোঃ মাহাবুবুর রহমান মাহাবুব, মোঃ সবুজুল ইসলাম সবুজ, মোঃ জয়নাল আবেদিন, মোঃ খায়রুল, মোঃ আলম, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র, ইসমত আরা কাকন, মোঃ মামুুনুর অর রশিদ, মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।