খুলনা | শনিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১

গোবিপ্রবির উপাচার্যের সাথে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

খবর বিপ্তপ্তি |
১২:৪৬ এ.এম | ১৯ ফেব্রুয়ারী ২০২৫


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর-এর সাথে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উপাচার্যের দপ্তরে সাক্ষাতের  সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয়েই সুসম্পর্ক বজায় রাখতে এবং অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 
উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর শিগগিরই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আসবেন বলে জানান। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।