খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

লিটল এঞ্জেল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ০১ মার্চ ২০২৫


লিটল এঞ্জেল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার স্কুল মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সৈয়দা নওরিন আক্তার লুনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শেখ আরিফ। 
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আইরিন পারভিন, গোলাম মাসুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক অরিন, শাকিল, রুপা, সাদিয়া, সুস্মিতা, রোকসানা, সাবিনা, তন্বী, লাবণী, ফারুক, সাকিব, রুবি প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।