খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

৩য় বিভাগ ক্রিকেট লীগে ইয়ং খুলনা ব্লুজ’র জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:১২ এ.এম | ০৫ মার্চ ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগের রেলিগেশন ফোরের খেলায় ইয়ং খুলনা ৪৭ রানে ভিক্টোরি ক্রিকেট একাডেমি ক্লাবকে পরাজিত করেছে। 
মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে ইয়ং খুলনা ব্লুজ প্রথমে ব্যাট করে ৫০ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আল আমিন সুজন ৬২ ও ইউসুফ হোসেন ৫৭ রান করেন। ভিক্টোরি ক্রিকেট একাডেমির পক্ষে আজিজুর রহমান ৩১ রানে ৩ ইউকেট লাভ করে। জবাবে ভিক্টোরি ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিজুর রহমান সর্বোচ্চ ৪০ রান করে। ইয়ং খুলনা ব্লুজ এর হোসাইন ৫২ রানে ৪ উইকেট লাভ করে।