খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

ছুটির পর অথবা বন্ধের দিনে প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ

খবর প্রতিবেদন |
০৫:৪০ পি.এম | ১১ মার্চ ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মোঃ রাইহুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর অথবা বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কোনো কাজ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তগণ দায়ী থাকবেন।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়াতে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন বিভাগ) মোঃ রাইহুল ইসলাম বলেন, বন্ধের দিনে বা ক্লাসের পর স্কুল বন্ধ থাকবে। কোনো শিক্ষক বা অন্য কেউ স্কুলের রুমে প্রাইভেট পড়ালে বা কোচিং ক্লাস নিলে বা অন্য কোনো কাজে ব্যবহার করলে, তিনি এর জন্য দায়ী থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠায় আদেশ জারি করে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে।
গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পরদিন রোববার সকালে আদালতে তোলার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও সহকারী শিক্ষক সেখানেই বাচ্চাদের প্রাইভেট পড়ান।