খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

‘ধর্ষণের বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ১২ মার্চ ২০২৫


দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছে খুলনা সিভিল সোসাইটি। নেতৃবৃন্দ বলেন, দেশে নারী নিপীড়নের ঘটনা নতুন নয়। তবে দুঃখের বিষয় হচ্ছে শাসকদের দায়িত্বহীন আচরণ। বিপ্লব পরবর্তী সময়ে এমন বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা কখনোই কাম্য নয়। ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।  
বিবৃতিদাতারা হলেন খুলনা সিভিল সোসাইটির আহবায়ক এস এম শাহনেওয়াজ আলী, সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আওরঙ্গজেব, সুরখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সীপার, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড, ব্যাবসায়ি মিয়া আরিফ হোসেন, গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, রোটারিয়ান এস ওয়াহিদুর রহমান, মহানগর যুব ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন রাজু, নারী নেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাস, মোঃ হুমায়ুন কবীর, শেখ সাইদুর রহমান, আহসান-উল কবীর প্রমুখ।