খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

রোটারি খুলনা জোন অল ক্লাবের ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ১২ মার্চ ২০২৫


রোটারি খুলনা জোন অল ক্লাব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। ডেপুটি কো-অর্ডিনেটর ডাঃ সৈয়দ আবু সাইদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোল­া মারুফ রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি চিফ পিডিজি ড. সৈয়দ ইসতিয়াক এ জামান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি একেএম সামছুল হুদা । 
এছাড়াও রোটারি রিপসার টিমের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান ফরিদুল আলম নিউটন, ডেপুটি কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, কো-অর্ডিনেটর যথাক্রমে আমিনুল ইসলাম শাহীন, তৌহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলামসহ খুলনার বিভিন্ন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট, প্রেসিডেন্টসহ বিভিন্ন রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মানব সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান থাকায় স্ব-স্ব  ক্লাবের প্রেসিডেন্টের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে পাস্ট প্রেসিডেন্ট কামরুল করীম বাবুর পরিচালনায় যে সকল রোটারিয়ান ইন্তেকাল করেছেন তাদের  আত্মার মাগফিরাত কামনাসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।