খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

নাটোরে সাংবাদিকদের ওপর বরখাস্তকৃত এসপির হামলা

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ১২ মার্চ ২০২৫


নাটোরে নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হককে নাটোর আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ আসামি ফজলুল হককে কারাগারে নেওয়ার জন্য বের করলে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপারসনরা হাতে আঘাত পায়। এ ঘটনার পর দ্রুত পুলিশ আসামিকে আদালতের হাজতের ভেতরে নিয়ে যায়।
এ ধরনের ঘটনায় নাটোরে কর্মরত সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়। এরপর সেনাবাহিনীর উপস্থিতিতে সাবেক পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ঢাকা মেইলকে বলেন, বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক আইন লঙ্ঘন করেছেন। তিনি সাংবাদিকদের কাজে বাধা দিয়েছেন। এ ধরনের ঘটনা কাম্য নয়। আমরা দেশের প্রচলিত আইনে তার বিচার দাবি করছি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।