খুলনা | বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রায় ৯১ হাজার টিসিবির কার্ডের বিপরীতে খাদ্য শস্য সরবরাহ হচ্ছে

তথ্য বিবরণী |
০২:০৪ এ.এম | ১২ মার্চ ২০২৫


খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সভায় জানান বিগত কয়েক মাসের তুলনায় মাদকের ব্যবহার অনেকটা বেড়েছে। পুলিশী অভিযানের সাথে নাগরিক সচেতনতা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাঃ আহসান হাবীব জানান পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের তদারকি বৃদ্ধি করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত প্যাট্রলিং কার্যক্রম জোরদার করাসহ ঈদের কেনাকাটাতে নারী ও শিশুদের যেন কোন রকম সমস্যায় না পড়তে হয়ে সেদিকে জোরদার ও নজর রাখা হবে বলে তিনি জানান। 
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনায় যারা বিভিন্ন ব্যবসা কার্যক্রমের সাথে জড়িত ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা বৈঠক করেছি। ইতোমধ্যে টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে স¤প্রসারিত হয়েছে। প্রায় ৯১ হাজার টিসিবির কার্ডের বিপরীতে খাদ্য শস্য সরবরাহ হচ্ছে। এর পাশাপশি ওপেন মার্কেট সেল আগের চেয়ে বেশি বৃদ্ধি করেছি। যার ফলে দ্রব্যমূল্য আগের চেয়ে এখন স্থিতিশীল আছে। এটা যেকোন সময় আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যেন না যেতে পারে সেদিকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। 
তিনি আরও বলেন, খুলনাতে যদি কোন মজুতদারীর বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিম্নমানের পণ্য সামগ্রির অভিযোগ পাওয়া যায়, আমাদের টাস্কফোর্স ব্যবস্থা নেয়ার জন্য অত্যন্ত তৎপর রয়েছেন। পাশাপাশি রমজান মাসে উপজেলা নির্বাহী অফিসারগণ নিয়মিত বাজার তদারকি করে যাচ্ছেন। আশা করি আমাদের খুলনার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা যে পরিস্থিতিতে আছে তার বাহিরে যাবে না। 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ সভায় বিগত মাসে জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।