খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানে ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে

খবর প্রতিবেদন |
০৪:৩০ পি.এম | ১২ মার্চ ২০২৫


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা গতকাল মঙ্গলবার কয়েকশ যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করে। ওই ঘটনার পরপরই জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করেছে। একই সময় ২৭ জঙ্গীকে হত্যা করা হয়েছে।

তবে কিছু জঙ্গি আত্মঘাতী বোমা বেঁধে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সূত্র।

তারা বলেছেন, জঙ্গিরা সাধারণ মানুষকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে এবং আত্মঘাতী হামলাকারীরা নারী ও শিশুদের তিনটি আলাদা জায়গায় নিয়ে গেছে। যেহেতু আত্মঘাতী বোমা হামলাকারীরা নারী শিশুদের সঙ্গে আছে। সে কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে। তবে তা সত্ত্বেও ট্রেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত সব জঙ্গিকে হত্যা করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

এদিকে উদ্ধার অভিযান চালানোয় অন্তত ১০ জিম্মিকে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা হত্যা করেছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে বলেন, যদি পাক সেনাবাহিনী অভিযান অব্যাহত রাখে তাহলে আরও ১০ জিম্মিকে হত্যা করা হবে। সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র আরও জানান, ট্রেনের কাছে অবস্থান নেওয়া তাদের সদস্যদের লক্ষ্য করে ড্রোন ও কামান হামলা চালানো হয়েছে। তিনি হামলা বন্ধ রেখে তাদের সঙ্গে আলোচনা চালানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, যদি জেল থেকে বেলুচ জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় তাহলে তারা ট্রেনের জিম্মি যাত্রীদেরও ছেড়ে দেবেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি।

পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার বাকি জিম্মিদের উদ্ধারে পূর্ণমাত্রার অভিযান চালানো হবে। এতে সর্বশক্তি প্রয়োগ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া