খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

মণিরামপুরে পানির বালতিতে পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ১৩ মার্চ ২০২৫


মণিরামপুরে আরশী খাতুন নামে ১৮ মাসের এক শিশু খেলার সময় বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ধলীগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আরশী ওই গ্রামের ইকবাল হোসেনের কন্যা। 
স্থানীয় আজাহারুল ইসলাম জানান, ইকবাল হোসেনের বাড়িতে ঘটনার সময় মিস্ত্রিরা ঘরের কাজ করছিলো। আর আরশীর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আরশী বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে টিউবওয়েলের পাশে থাকা পানির বালতির ভিতর পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বালতির ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ওই শিশুর পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।