খুলনা | শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে তিন জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৯ এ.এম | ১৩ মার্চ ২০২৫


সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। বুধবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলা গাবুরার চকবারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মোস্তাক আলী (৪৯), একই উপজেলার ৯নং সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫৫)। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শিবেন মজুমদারের নেতৃত্বে স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খালে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করে। তাদের কাছ থেকে একটি নৌকা, চারটি ফাঁস জালসহ মাছ ধরার সরঞ্জামও জব্দ করা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।