খুলনা | বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

বিএনপি জনগণের দল, এখানে দুষ্ট লোকের কোন জায়গা হবে না : হেলাল

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ১৩ মার্চ ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় দেশের মানুষের পাশে ছিলেন এবং আগামীতে থাকবেন উলে­খ করে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দিঘলিয়া উপজেলায় বিশুদ্ধ পানির খুবই সমস্যার সমাধান করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এছাড়া উন্নতমানের শিক্ষাব্যবস্থার প্রতিশ্র“তি দিয়েছেন তিনি। 
বুধবার দিঘলিয়ার উপজেলায় হাজীর গ্রাম মাদ্রাসায় আলেম-ওলামা, শিক্ষক ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্র“তি দিয়েছেন। তিনি বলেন বিএনপি জনগণের দল এখানে দুষ্ট লোকের কোন জায়গা হবে না। তারেক রহমান কখনোই দুর্নীতি দখলদার ও মাদকের সাথে জড়িত নেতা-কর্মীদের প্রশ্রয় দেয়নি এবং আগামীতেও দিবেন না।  তিনি আরো বলেন বর্তমান বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার এবং নির্বাচন একসাথেই চলবে। অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের ১২ কোটি ৩৪ লাখ মানুষ ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।  
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোঃ মনিরুজ্জামান মন্টু, এড. মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, মোল­া খাইরুল ইসলাম, আতাউর রহমান রুনু প্রমুখ।