খুলনা | মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

চিতলমারী প্রতিনিধি |
০৫:২৩ পি.এম | ১৩ মার্চ ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে হারান বিশ্বাস (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা বড়বাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ঠাকুর বিশ্বাসের ছেলে।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য নাদিরা বেগম জানান, হারান বিশ্বাস একই গ্রামের প্রদীপ মন্ডলের বাড়িতে থেকে কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি প্রদীপ মন্ডলের বাড়ি সংলগ্ন ঘেরের মধ্যে ধান ক্ষেতে পানি সেঁচ দিতে যান। এ সময় অসাবধান বশত ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে হারান বিশ্বাস মৃত্যু বরণ করেন।

বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য হারান বিশ্বাসের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমুত্যুর মামলা করা হয়েছে।