খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

দিঘলিয়ায় স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি সভা

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৩ মার্চ ২০২৫


দিঘলিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার হাসিব, থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, সমাজসেবা কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস লিডার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রমজান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, ইমাম আব্দুল­াহসহ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান দিঘলিয়ায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ৮১ টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।