খুলনা | শনিবার | ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

নিপীড়িত নারী-শিশুদের সহায়তায় সারাদেশে বিএনপি’র ৮৪টি বিশেষ সেল, খুলনা বিভাগে যারা

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ১৫ মার্চ ২০২৫


সারাদেশে স¤প্রতি নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং নিপীড়িত নারী ও শিশুদের আইনি-স্বাস্থ্য সহায়তা দিতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপি দেশব্যাপী ৮৪টি সাংগঠনিক শাখায় আইনজীবী ও চিকিৎসকের সমন্বয়ে এ ধরনের সেল গঠন করেছে। এসব সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
বিএনপি’র আইনি সহায়তা সেলগুলোতে যারা দায়িত্বে আছেন : খুলনা বিভাগ : খুলনা মহানগর: এড. ফরহাদ আব্বাস ও এড. খাদিজা খাতুন কাকলি।
খুলনা: এড. মুজাহিদুল ইসলাম শামীম ও এড. আয়েতন নেছা ইতি। ঝিনাইদহ: এড. মোঃ রিয়াজুল ইসলাম ও এড. কুলছুম খাতুন। মাগুরা: এড. তরিকুল ইসলাম কবির ও এড. ফারহানা পারভীন বিউটি। কুষ্টিয়া: এড. শামীম উল হাসান অপু ও এড. হাসিনা মাহমুদা সিদ্দিকা। সাতক্ষীরা: এড. এবিএম সেলিম ও শামীমা পারভীন মিঠু। মেহেরপুর: এড. মারুফ আহম্মদ বিজন ও এড. আয়েশা সিদ্দিকা। চুয়াডাঙ্গা: এড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও এড. মোছা. রুবিনা পারভীন রুমা। বাগেরহাট: এড. নুরুল ইসলাম ও এড. কুহেলী পারভীন। যশোর: এড. শামস এমরান ও এড. মৌলুদা পারভীন। নড়াইল: এড. তারিকুজ্জামান লিটু ও এড. লাভলী আক্তার।