খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা

খবর প্রতিবেদন |
০১:১৭ পি.এম | ১৬ মার্চ ২০২৫


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায় ঘোষণার পর গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ। তার বাবা বলেন, নিম্ন আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছেন। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, সেটাই চাই।

এক প্রশ্নের জবাবে আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ বলেন, আমরা আপাতত এই রাতে সন্তুষ্ট। কিন্তু এটা যেন দ্রুত কার্যকর হয়, সেই দাবি জানাই সরকারের কাছে।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আগের রায় যেহেতু বহাল রেখেছে, অবশ্যই আমরা সন্তুষ্ট। আমরা আশা করব, বাকি যে প্রসেসগুলো আছে দ্রুত তা সম্পন্ন করে রায় যেন কার্যকর করা হয়।

এর আগে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামিরই সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। রায়ে  ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত।

দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী,সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।