খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মোংলায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা, আটক লম্পট কারাগারে

মোংলা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৮ মার্চ ২০২৫


মোংলায় ঘরে একা পেয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কলে­াল বৈরাগী নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে দ্বিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
পুলিশ জানায়, কালিগঞ্জের রঘিনাথপুর এলাকার এক যুবতী (৪০) মোংলা ইপিজেড'র গার্মেন্টসে কাজ করার সুবাদে দ্বিগরাজ এলাকায় পুতুল বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। একই বাড়িতে ভাড়া থাকে কল্লোল বৈরাগী। বেশ কিছু দিন যাবত কল্লোল তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রোববার রাত ৮টার দিকে ওই নারীকে বাসায় একা পেয়ে পিছন থেকে হঠাৎ জাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে কল্লোল। এ সময় উক্ত নারীর ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় লম্পট কল্লোল। অভিযুক্ত কল্লোল দাকোপ থানার দোপাদী গ্রামের কালু বৈরাগীর ছেলে। সেও মোংলা ইপিজেড একটি গামেন্টস কারখানার সুপারভাইজার হিসেবে কর্মরত।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে রবিবার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কল্লোল বৈরাগীকে দ্বিগরাজ একটি বাসা থেকে আটক করে। সোমবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, দ্বিগরাজ এলাকা থেকে গার্মেন্টস কর্মী এক নারী মোংলা থানায় এসে একটি এজাহার দাখিল করলে সেটি মামলা আকারে নেয়া হয়। পরে রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে লম্পট কল্লোল বৈরাগীকে আটক করে। সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেল জাহতে পাঠানো হয়।