খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মোল্লাহাট সিকদার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোল্লাহাট প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৮ মার্চ ২০২৫


মোল্লাহাট এবাদুল শিকদারের মালিকানাধীর সিকদার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে মার্কেটের ভিতরে থাকা এস টিসি স্মল ট্রেডার্স কো-অপারেটিভ ব্যাংকের শাখায় এ আগুনের সূত্রপাত হয়। আগুনে এই অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়। 
ব্যাংক কর্তৃপক্ষ জানান এক ব্যক্তি ছাদে গিয়ে ধোয়া বের হতে দেখে পাশের দোকানদারকে ডেকে জানায়। তখন সে দ্রুত ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মধুমতি নদীতে মেশিন বসিয়ে আগুন নিভাতে শুরু করে। কিছু সময়ের মধ্য আগুন নিয়ন্ত্রনে আসে। ব্যাংক কর্মী শরিফুল জানায় তার ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পাশের দোকানী শিমুল জানায় অফিসের ভিতরে রাখা তার প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 
ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শরীফ জানান তারা তাৎক্ষণিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে বিদ্যুৎ অফিসে ফোন দিলে ওপার থেকে ফোন রিসিভ করতে প্রায় ১৫ মিনিট দেরি হয় এবং কাজ শুরু করতে বিলম্ব হয়। তারা সময়মত উপস্থিত হওয়ায় আশপাশের দোকান গুলো রক্ষা পেয়েছে।