খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ১৯ মার্চ ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘বন্ধন’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রহমান। 
ইফতার মাহফিল পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সদস্য ও মহানগর নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, জেলা বিএনপি নেতা শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, বিএনপি নেতা আনিসুর রহমান, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, সাংবাদিক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক রানা ও মানজারুল ইসলাম, সামাজিক সংগঠনের নেতা মাহবুবুর রহমান খোকন ও এস এম শাকিল আহমেদ রাজা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, বন্ধনের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী, মোঃ আতিয়ার রহমান, শেখ শারাফাত আলী, জাবেদ এলাহী, এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, গাজী আলাউদ্দিন আহমদ, এস এম শাকিল রহমান, মাওলানা গোলজার হোসেন, মোঃ সফিকুল ইসলাম, মিজানুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।