খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মোংলায় শিশু ধর্ষনের চেষ্টায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

মোংলা প্রতিনিধি |
০৫:১৪ পি.এম | ১৯ মার্চ ২০২৫


মোংলায় শিশু ধর্ষনের চেষ্টায় এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে মোংলা পোর্ট পৌর শহরের পাওয়ার হাউজ রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মামলা দায়েরের পর পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।

পুলিশ জানান, বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌর শহরের পাওয়ার হাউজ রোড বালুর মাঠ এলাকায় এক শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে বলে খবর পেলে দ্রæত সেখানে পুলিশ পাঠানো হয়। পরে আলী মোল্লা নামের এক যুবককে স্থানীয় জনতার গনধোলাই দেয়ার সময় তাদের হাতে থেকে উদ্ধার করে তাকে থানায় আনা হয়েছে। অভিযুক্ত আলী মোল্লা খুলনা এলাকার মাজেদ মোল্লার ছেলে। সে মোংলার বালুর মাঠ এলাকায় বসবাস করতো।

জানা যায়, ভুক্তভোগী শিশুটি মা-বাবার সাথে শহরের পাওয়ার হাউজ রোড বালুর মাঠ এলাকায় বসবাস করতেন। ওই একই এলাকায় বসবাস করতেন অভিযুক্ত যুবক আলী মোল্লা (২৭) ও। বুধবার দুপুরে শিশু (৭) মাঠে খেলা করছিল, এসময় মাছ ধরার কথা বলে শিশুটিকে ডেকে পুকুরের পাড়ে একটি পরিত্যাক্ত ঘরের পাশে নিয়ে যায়। আশপাশে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে আলী মোল্লা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসময় শিশুটি ঢাকচিৎকার দিলে পার্শবর্তী লোকজন ছুটে আসলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা তাকে ধাওয়া দিয়ে আটক করে গনধোলাই দিয়ে বেধে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে দুপুরের পর থানায় মামলা দায়ের করেণ শিশুটির মা মমতাজ বেগম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, বুধবার দুপুরে কেউ একজন ফোন করে শিশু ধর্ষনের অভিযোগ এনে জনতার হাত থেকে উদ্ধার করার কথা বললে দ্রæত সেখান থেকে আলী মোল্লা নামের যুবককে থানায় আনা হয়। পরে মিশুটির মা বাদি হয়ে মামরা করলে শিশু ধর্ষনের চেষ্টার আসামী আলী মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।