খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী ইকবালকে ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৮ এ.এম | ২০ মার্চ ২০২৫


যশোরে একটি অস্ত্র মামলার রায়ে সদরের তেঁতুলিয়া গ্রামের সন্ত্রাসী ইকবাল হোসেন ওরফে বিষেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সালেহুজ্জামান। সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন বিষে ওই গ্রামের মৃত গরিবউল­াহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির।  
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর রাতে কোতয়ালি থানা পুলিশ সদরের তফসিডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় মকবুলের স’মিলের সামনে থেকে সন্দেহজনক ভাবে ইকবাল বিষেকে আটক ও তার দেহ তল­াশি করে একটি ওয়ান শ্যুটারগান ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা করে পুলিশ। অস্ত্র মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি ইকবাল বিষেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম কাজী। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ইকবাল বিষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইকবাল বিষে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।