খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ঈদ উপলক্ষে খুলনার শিল্প-বাণিজ্য মেলা টিকিট ফ্রি

শিশুদের বিনোদনে রয়েছে হরেক রকমের খেলনা

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ২০ মার্চ ২০২৫


নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে চলছে মাসব্যা=িপী শিল্প ও বাণিজ্য মেলা। ইতোমধ্যে ঈদের কেনাকাটা পুরোদমে শুরু হয়েছে।  মেলা কর্তৃপক্ষ জানায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে কল্যাণ সমিতির মাঠে শিল্প ও বাণিজ্য মেলার জন্য মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে দর্শকদের গেটের টিকিট ফ্রি করে দেয়া হয়েছে। কারণ ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে দর্শক ও মেলার দোকানদাররা খুশি বলে আয়োজক কমিটি বলেন। মেলায় সবচেয়ে আকর্ষণীয় তাহান টেক্সটাইল নামক খ্রি পিসের প্যাভিলিয়ন। এখানে নানা রকমের থ্রি পিস বিক্রি করা হচ্ছে। মেলা উপলক্ষে দেয়া হয়েছে থ্রি পিসের বিশেষ অফার বলে জানান কোম্পানির ম্যানিজিং ডিরেক্টর মোঃ দিদারুল ইসলাম। এ মেলায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র রমজান মাস হওয়ায় সন্ধ্যার পর থেকেই বাড়তে শুরু করে মেলায় দর্শনার্থীর ভিড়। প্রতিদিন মেলা চালু থাকে সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শতাধিক স্টল। কুঠির শিল্প, হস্ত শিল্প, রকমারি পোশাক, বিভিন্ন ধরনের আসবাবপত্র বাহারি প্রসাধনীসহ রঙ বেরঙের খাবার বিক্রি হচ্ছে স্টল গুলোতে। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে নাগর দোলা, চরকীসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। এখানে নতুন একটি বিনোদন দ্বিতলা ম্যাজিক নৌকা আনা হয়েছে। এ খেলনা খুলনায় এবারই নতুন। দীর্ঘদিন পরে বাণিজ্য মেলা হওয়াতে উৎফুল্ল খুলনাবাসী  এবং মেলায় আসা দর্শনার্থী। ঢাকা দই ফুসকা হাউজের মালিক হিমেল বলেন, তার দোকান থেকে একবার দই ফোসকা খেলে তাকে বারবার আসতে হবে। কারণ তিনি খুব মজা করে ফুসকা তৈরি করেন বলে দাবি করেন। পিপলস লেদার ইন্ডাঃ তৈরি চামড়ার হরেক রকমের জুতা মিলছে এই মেলায়। দামও ক্রেতাদের হাতের লাগালে। বিক্রেতা হিমু জানান, এখানে নারী পুরুষ সব রকমের চামড়ার জুতা স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। চারশ’ টাকা থেকে ১৬ টাকার মধ্যে জুতা মিলছে। এ জুতা খুলনার অন্য কোথাও পাওয়া যাবে না।
প্রসঙ্গত, খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্ট এ মেলার আয়োজক।